পথরেখা অনলাইন : চট্টগ্রাম সাতকানিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর দিনগত রাত পৌনে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা এলাকার মডেল মসজিদের কাছে এসব বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে সাতকানিয়া থানার পরিদর্শক তদন্ত মো. আতাউল হক বলেন, সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় রাতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। কারা আগুন দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, কারা আগুন দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা বাস তিনটিতে আগুন দেয় মুখোশধারী দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত বাস তিনটিতে শ্যামলী ও হানিফ পরিবহন লেখা থাকলেও বাসগুলো স্থানীয় মালিকানাধীন।সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সাতকানিয়া রাস্তার মাথায় তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পাই। সাতকানিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে।
পথরেখা/অআ