পথরেখা অনলাইন : গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযোন চালিয়ে ২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৪ নভেম্বর সন্ধ্যায় এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। আ ন ম ইমরান খান বলেন, শুক্রবার রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপকে গ্রেফতার করেছে র্যাব।
এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আর গত ২৮ অক্টোবর ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় অভিযোন চালিয়ে ২৭ দিনে ৭১৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
পথরেখা/অআ