আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : তেলেসমাতি কাণ্ড ঘটিয়ে এক ব্যক্তির লাশ নিজ আঙ্গিনার উঠানে দাফন করে মাজার করার পাঁয়তারা করছে একটি স্বার্থনেষী মহল। এই এলাকায় হৈচৈ পড়ে গেছে। জানা গেছে, আবদুল করিম নামের ৫৭ বছরের একজন ব্যক্তি ২৫ নভেম্বর শনিবার দিবাগত রাত ভোর ৪টার সময় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই উদ্দেশ্য প্রণোদিতভাবে বাড়ির উঠানে তাকে দাফন করা হয়। সেখানে মাজার করার পায়তারা করছে মৃত আবদুল করিমের স্বজনরা।
সরেজমিনে অনুসন্ধানে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি নয়াগাঁও গ্রামে। আব্দুর রহমান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আবদুল করিম জিবিত থাকালীন সময়ে কৃষি কাজসহ আরো অনান্য কাজ করতেন। সবশেষে তিনি ফকিরি লাইনে চলে গিয়েছিলেন। এই লাইনে থাকা অবস্থিই তিনি ইন্তেকাল করেন।
সমাজ ও রাষ্ট্রের আইন উপেক্ষা করে গোপনে দাফন করে মাজার করে প্রয়াতের আত্মীয়-স্বজন নানা রকমের ধান্ধা-ফিকির করার টার্গেট নিয়েছিল। দেখা গেছে, মৃত্যুর সাথে সাথে তার কবরকে পাকা করা হয়। আবার দাফন করার সাথে সাথেই কবরটির উপর ফুল দিয়ে সজ্জিত করা হয়।
সচেতন মহল প্রশাসনের কাছে নিহতের লাশ জিয়ারকান্দি নোয়াগাও গ্রামের কবরস্থানে দাফন করার দাবী করেছে। কারণ এই মাজারকে কেন্দ্র করে যে সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। এ বিষয়ে তিতাস উপজেলা প্রশাসন ও তিতাস থানাকে অবগত করা হয়।
পথরেখা/আসো