পথরেখা অনলাইন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে লাঙ্গল প্রতীকে লড়তে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ আসনের সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া।
২৭ নভেম্বর বিকালে রাজধানীর বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয় থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেন তিতাস দাউদকান্দি জাতীয় পার্টির নেতাকর্মীরা।
এসময় লাঙ্গল প্রতিকের মনোনীত প্রার্থী সাবেক এমপি আমির হোসেন ভূঁইয়া বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিবসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দল আমাকে যে আশায় ও প্রত্যাশায় লাঙ্গল আমার হাতে তুলে দিয়েছেন। আমি আশা করি দাউদকান্দি তিতাসের জাতীয় পার্টি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ ভোটের মাধ্যমে বিপ্লব ঘটাবে।
পথরেখা/আসো