মোয়াজ্জেম হোসেন রাসেল : মাহমুদউল্লাহ রিয়াদ ভারতে সর্বশেষ বিশ্বকাপে দারুণ খেলেছেন। নানা নাটকীয়তা শেষে যদিও তামিম ইকবাল ওয়ানডে বিশ্বকাপে খেলতে যেতে পারেননি। বছর শেষে নতুন করে কারা কারা থাকবেন চুক্তি করাদের তালিকায় সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে। রিয়াদ-তামিম কি থাকছেন ২০২৪ সালের চুক্তিতে? এই প্রশ্নের উত্তর অবশ্য জানা যায়নি। যদিও বিশ্বকাপের আগে প্রায় বছর খানেক দলেই ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। নানা অনিশ্চয়তা আর নাটকীয়তার পর শেষ পর্যন্ত তার জায়গা হয় বিশ্বকাপে। ভারতে ওয়ানডে বিশ্বকাপে দল যখন একের পর এক হারে ব্যর্থতার সীমা ছাড়াচ্ছে তখন রিয়াদ তার অভিজ্ঞতার ঝলকে আলো কাড়েন নিজের দিকে। ৮ ম্যাচে এক হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ৩২৮ রান করেন তিনি। প্রায় প্রতি ম্যাচে তার ব্যাট থেকে রান আসে। ওয়ানডেতে তিনি চলেন না এমন অভিযোগকে মিথ্যা প্রমাণ করেন এই অলরাউন্ডার। অন্যদিকে দেশের টেস্ট থেকে ইতিমধ্যে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। তবে এখনো বিদায় বলেননি ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটকে। বিসিবি বলছে, এই ফরম্যাটেও (টি-টোয়েন্টি) তার জন্য দরজা খোলা আছে।
এখনও সবকিছু পরিস্কার করা হয়নি। তবে তার জন্য আগে মাঠে পারফর্ম করতে হবে। তাকে রাখা হতে পারে কেন্দ্রীয় চুক্তিতেও। তাকে নিয়ে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘পারফরম্যান্সের ওপর নির্ভর করছে রিয়াদের ফেরা। যদি তার পারফরম্যান্স টি-টোয়েন্টিতে থাকে, নির্বাচক আছে, কোচ আছে; তারা মনিটর করবে পারফরম্যান্স। যদি পারফরম্যান্স বলে সে ফিরতে পারে, তাহলে কেন নয়?’ প্রতি বছরই সাধারণত কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করতে নেয় বিসিবি। গেল বছর রিয়াদকে রাখা হয়েছিল শুধু ওয়ানডেতে। এবার তাকে টি-টোয়েন্টিতেও বিবেচনা করা হতে পারে। কিছুদিনের মধ্যে বিসিবি নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করবে ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বিবেচনায় থাকবে তামিমের নামও।
তবে তিনি খেলবে কি খেলবে না সেটি এখনো পরিষ্কার করেনি। এই কারণেই বিসিবি তার সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে। তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানেন না বলে জানালেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান। সেটি জেনেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। জালাল আরও বলেন, ‘আমরা অপেক্ষা করেছি, যেহেতু মিডিয়াতে দেখেছেন। তামিম বলেছে, মাননীয় সভাপতি উনিও বলেছে তার সঙ্গে একটা মিটিং হয়েছে। এরমধ্যে তামিম ভবিষ্যতের ক্রিকেট নিয়ে কী আলাপ-আলোচনা হয়েছে আমি জানি না। তার থেকে জানতে হবে তার কমিটমেন্ট কী সামনের দিকে। এটার ওপর ভিত্তি করে চুক্তির কথা চিন্তা করতে হবে। আমরা জানুয়ারি মাসেই জানবো। এটা আরও ১০-১৫ দিন পরে। ভবিষ্যতে কী কমিটমেন্ট, নিজের কী পরিকল্পনা সেটা জানার ওপর নির্ভর করছে আমরা তাকে কীভাবে চুক্তিতে দেবো।’
এদিকে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে সিদ্ধান্ত জানুয়ারিতে। ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি তামিম ইকবাল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি এখন পর্যন্ত তামিমের খেলা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। আবারও জাতীয় দলে এই ওপেনারকে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। আবারও তামিমকে জাতীয় দলে দেখা যাবে কি না, সেই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান (বিসিবি) জালাল ইউনুস। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইস্যুতে জালাল উইনুস বলেন, ‘আপনারা মিডিয়াতে দেখেছেন, তামিম বলেছেন, মাননীয় প্রেসিডেন্টও তার (তামিম) একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে তামিমের ক্রিকেট, ফিউচার নিয়ে কথা হয়েছে। তবে কী আলাপ-আলোচনা হয়েছে আমি জানি না। ক্রিকেট নিয়ে তামিমের সামনে কমিটমেন্ট কী এটার ওপর ভিত্তি করেই ডিসিশন নিতে হবে এক বছরের চুক্তির বিষয়ে।’
বিসিবির অন্যত এই শীর্ষ কর্তকর্তা আরও বলেন, ‘তার থেকে জানতে হবে তার কমিটমেন্ট কী সামনের দিকে। এটার ওপর ভিত্তি করে চুক্তির কথা চিন্তা করতে হবে। আমরা জানুয়ারি মাসেই জানতে পারবো। ভবিষ্যতে কী কমিটমেন্ট, নিজের কী পরিকল্পনা সেটা জানার ওপর নির্ভর করছে আমরা তাকে কীভাবে চুক্তি দেবো।’ তবে কে কে থাকবে চুক্তিতে সেটি দেখতে আরও কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে।
পথরেখা/আসো