• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:০৩

বর্ষসেরা ওয়ার্ল্ড স্পোর্টস স্টার হালান্ড

  • ক্রীড়া -ফুটবল       
  • ২১ ডিসেম্বর, ২০২৩       
  • ১৩৬
  •       
  • ২১-১২-২০২৩, ২০:০৮:০৩

পথরেখা অনলাইন : বিবিসি স্পোর্টস পার্সোনালিটি বর্ষসেরা ওয়ার্ল্ড স্পোর্টস স্টার ২০২৩ মনোনীত হয়েছে ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। গত মৌসুমে ২৩ বছর বয়সী এই নরওয়েজিয়ানের নৈপুন্যে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্ব দেখায়।
 
ট্রেবল জয়ী সিটির  হয়ে হালান্ড সব ধরনের প্রতিযোগিতায় ৫৩টি গোল করেছেন। এক মৌসুমে প্রিমিয়ার লিগে কোন খেলোয়াড়রই হালান্ডের থেকে বেশী গোল করতে পারেননি। ৩৮ ম্যচে ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ৩৬ গোল করে হালান্ড প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করেছিলেন। হালান্ড বলেছেন, ‘বিবিসি বর্ষসেরা স্পোর্টস স্টার হিসেবে আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ। গত মৌসুমটা আমাদের জন্য দুর্দান্ত কেটেছে। আমি ট্রেবল জয় করেছি ও দলের জয়ে ভূমিকা রাখার চেষ্টা করেছি।’ বিবিসি স্পোর্টস পাঠকদের ভোটে বর্ষসেরা স্পোর্টস স্টার মনোনয়ন করা হয়।
 
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ জয়ী রাগবি দলের অধিনায়ক সিয়া কোলিসি এই তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছেন। তিনবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাক ভার্সাটাপেন হয়েছেন তৃতীয়। সংক্ষিপ্ত তালিকায় আরো জায়গা করে নিয়েছিলেন চারবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনে বিলেস, স্পেনের বিশ^কাপ জয়ী নারী ফুটবলার এইতানা বোনমাতি ও ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
 
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসার পর ম্যানচেস্টার সিটির হয়ে ২০২২-২৩ মৌসুমই প্রথম মেয়াদ ছিল। প্রথম বছরেই ব্যক্তিগত বেশ কিছু পুরস্কার অর্জণ করেছেন হালান্ড। এর মধ্যে রয়েছে ব্যালন ডি’অর এ্যাওয়ার্ডের সেরা গোলদাতার জন্য গার্ড মুলার ট্রফি অন্যতম। ব্যালন ডি’অরের সেরা খেলোয়াড়ের তালিকায় তিনি লিওনেল মেসির পর দ্বিতীয় হয়েছিলেন। নভেম্বরে দ্রুততম সময়ে প্রিমিয়ার লিগে ৫০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন হালান্ড। এই মাইলফলক স্পর্শে তিনি মাত্র ৪৮ ম্যাচ খেলেছেন। এবারের মৌসুমে এ পর্যন্ত সিটির হয়ে ১৯ গোল করেছেন। ২০২২ ওয়ার্ল্ড স্পোর্টস স্টার পুরস্কার জয় করেছিলেন আর্জেন্টিনার জয়ী অধিনায়ক লিওনেল মেসি।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।