পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ।
সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সাইলদিয়া গ্রামে পাকা রাস্তার উপর মেহের আফরোজ চুমকির নৌকা প্রতীকের পক্ষে তোরণ নির্মাণ করেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আব্দুল আজিজ খানের পুত্র আরিফুল ইসলাম রানা (৩৪)। ২৩ ডিসেম্বর সকালে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ ধারায় আরিফুল ইসলাম রানাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।
পথরেখা/আসো