আব্দুল আজিজ, তিতাস [কুমিল্লা] প্রতিনিধি : তিতাস থানার চাঞ্চল্যকর মোস্তফা কামাল হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এজহারভুক্ত ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গত ১৮/১২/২০২৩খ্রি. তারিখ তিতাস থানার রঘুনাথপুর গ্রামের রুজিনা আক্তার (৩১) স্বামী হত্যার বিচার চেয়ে বাদী হয়ে তিতাস থানার মামলা নং-১০, তারিখ-১৯/১২/২০২৩খ্রি., ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি রুজু করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কুমিল্লা ও তিতাস থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায় অত্র মামলার ভিকটিম মৃত মোস্তফা কামাল (৩৩) ও এজাহারভুক্ত আসামী সাইদুল (৩৬), নাজিম উদ্দিন (৩৯) ও মো. মাইনউদ্দীন একই গ্রামের বাসিন্দা ও সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। কিছুদিন পূর্বে ডাকাতির টাকা পয়সা ভাগাভাগিকে কেন্দ্র করে ভিকটিম মোস্তফা কামালের সাথে সাইদুল, নাজিম ও মাইনউদ্দীনের কথা কাটাকাটি ও একপর্যায়ে মারামারি হয়। এর ফলে তাদের মাঝে শত্রুতার সূত্রপাত হয়। এই প্রেক্ষিতে সাইদুল, নাজিম ও মাইনউদ্দীন ভিকটিম মোস্তফা কামালের উপর ক্ষুব্ধ ছিলো যার ফলে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জের ধরে গত ১৮/১২/২০২৩ খ্রি. তারিখ দুপুর অনুমান ১:৪৫ ঘটিকার সময় নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামস্থ জনৈক হোরন মিয়ার চায়ের দোকানের সামনে তাস খেলারত অবস্থায় আসামী সাইদুল ও নাজিম উদ্দীন উভয় মিলে ভিকটিম মোস্তফা কামালকে ঘাড়ে, মাথায় ও কপালে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করে। তৎক্ষণাত আসামীরা পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে নিরবচ্ছিন্ন তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৩০/১২/২০২৩খ্রি. তারিখ এই চৌকস টিমটি এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আসামী মো. নাজিম উদ্দীন (৩৯), পিতা- মনু মিয়া, সাং-খোশকান্দি, থানা-তিতাস, জেলা- কুমিল্লাকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নারায়নপুর বাজার হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। ধৃত আসামী মো. নাজিম উদ্দীন (৩৯) এর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদনেÍ প্রাপ্ত অপর আসামী রুমন ব্যাপারী @সুমন (৩৮) কে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানা বাসস্টান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, অত্র মামলার ভিকটিম মৃত মোস্তফা কামাল এবং আসামী নাজিম উদ্দীন, মাইনউদ্দীন ও সুমনসহ অজ্ঞাত সকল আসামী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদেরে প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
উল্লেখ্য যে, অত্র মামলার ভিকটিম মৃত মোস্তফা কামাল এই বছরের মার্চ মাস থেকে তিতাস থানার ০৬নং ভিটিকান্দি ইউনিয়নের ০৯নং ওয়ার্ড এর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পথরেখা/আসো