পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জানুয়ারী) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই- জান্নাত, একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমিন, খেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উক্ত প্রতিযোগীতায় ৩৮ টি স্কুল ও মাদ্রাসা অংশ নেয়। অ্যাথলেটিকস, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন ডিসিপ্লিনে চার শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।
পথরেখা/আসো