পথরেখা অনলাইন : বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সচিবালয় রোববার সকালে বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।পিটার হাস বলেন, নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। দুই দেশ যৌথভাবে পরিবেশ দূষণ নিয়ে কাজ করতে আগ্রহী। বন ও পরিবেশমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অনেক গভীর। দুই দেশের ভিন্ন মত থাকলেও পারস্পরিক সম্পর্ক কিভাবে আরও উন্নত করা যায়— সে বিষয়ে আলোচনা হয়েছে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২৯৯ আসনের মধ্যে ২২৩টি আসন পেয়ে এককভাবে বিজয়ী হয়। এতে নতুন সরকার গঠন করে আওয়ামী লীগ।টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপরই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, রাশিয়া, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
পথরেখা/আসো