পথরেখা কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা ও উন্নয়নে এনজিও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।
সভায় র্ডপ এনজিওর বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং উন্নয়নে এনজিও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও এনজিওগুলোর সহযোগীতায় কালীগঞ্জ বাইপাস মোড়ে একটি দিক নির্দেশনামূলক ভাস্কর্য নির্মাণ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ ও উপ-কমিটি গঠন করা হয়।
এসময় কারিতাস, ব্যুরো বাংলাদেশ, আশা, ব্রাক, সাজেদা ফাউন্ডেশন, রিক, লেপ্রোসিমিশন, আরএসডিও, ইএসডিও এনজিওগুলোর কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
পথরেখা/আসো