• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৩৫

ফিলিস্তিনের বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট চায় বাংলাদেশ

পথরেখা অনলাইন : বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচদিনের মাথায় আবারও ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠ বসুন্ধরনা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে প্রতিনিয়ত যুদ্ধ করে বেড়ে ওঠার দেশটির বিপক্ষে। পাচঁ দিন আগে কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে প্রথম অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এ নিয়ে একেবারেই মুখ খুলছেন না বাংলাদেশের ফুটবলাররা। যতটুকু জানা গেছে, ভুলে ভরা সেই ম্যাচটার ভুলত্রুটি শোধরানোর প্রতিই বেশি মনোযোগী ছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সবাইকে বলেছেন বাড়তি দায়িত্ব নিতে। কিংস অ্যারেনায় মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বাংলাদেশ-ফিলিস্তিন। স্বাগতিক বাংলাদেশের জন্য এই মাঠ বেশ পয়মন্ত, যেখানে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হারেনি লাল-সবুজের দল। সেটাই বড়সড় একটা আশার বানী হয়ে এসেছে।
 
কিন্তু কুয়েতে ফিলিস্তিনের কাছে যেভাবে উড়ে গেছে কাবরেরার দল, নিজেদের পছন্দের মাঠে অপরাজিত থাকা কতটা সহজ হবে? বাংলাদেশ ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম বলছেন, খুবই সম্ভব। শুধু অপরাজিত থাকাই নয়, ফিলিস্তিনের বিপক্ষে জেতাও সম্ভব বলে মনে করেন ফাহিম। বললেন, আক্রমণেও উঠতে হবে সবাইকে। এই ফরোয়ার্ড আরও বলেন, ‘কুয়েতে কী হয়েছে, আমরা সেটা ভুলে গেছি। আগের ম্যাচে যেসব ভুল হয়েছিল সেগুলো যদি না করি তাহলে আমাদের পক্ষে জেতা খুব সম্ভব। তবে আক্রমণে সবাইকে একসঙ্গে উঠতে হবে, রক্ষণটাও আমাদের সবাইকে একসঙ্গে করতে হবে। সব ঠিক থাকলে আমাদের পক্ষে জেতা খুবই সম্ভব।’ কিংস অ্যারেনায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চার প্রতিপক্ষের বিরুদ্ধে জিতেছে একটি এবং ড্র করেছে বাকি তিনটিতে। সেই সঙ্গে স্বাগতিক দর্শকদের সমর্থন বাড়তি সুবিধা দেবে জামাল-তপুদের।
 
এ কারণে অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোলে হারার পরও ঘরের মাঠে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাংলাদেশের ফুটবলাররা। এই কিংস অ্যারেনায় গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের আরেক শক্তিশালী দল লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। ফিলিস্তিনের বিপক্ষেও এমন কিছুরই আশা জামাল তপুদের। কুয়েথ থেকে ফিরে ম্যাচের আগেরদিন পর্যন্ত অ্যারেনার প্র্যাকটিস মাঠে অনুশীলন করেছে দুই দল। তবে দুই দলই অনুশীলন করেছে ক্লোজডোর। ক্লোজডোর প্যাকটিস হলেও বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা মুল কাজ করেছেন ডিফেন্স  নিয়ে। আগের ম্যাচে ডিফেন্ডারদের ভুলেই পাঁচ গোল হজম করেছে বাংলাদেশ। নিজেদের মাঠে তেমনটা হতে দিতে চান জানিয়ে এই স্প্যানিশ কোচ বলেন ‘আবারও বলছি, পাঁচ গোলে আমি ডিফেন্ডারদের খুব একটা দোষ দেখিনা। হয়তো ওই ম্যাচে আমরা কিছু ভুল করেছি।  এখন সময় পর্যালোচনার, বিশ্লেষণের এবং শেখার। ইতিবাচক দিকগুলো নিতে হবে, নিশ্চিতভাবে কিছু বিষয় মানিয়ে নিতে হবে’।
 
ফিরতি লেগে নিজেদের কাছে বড় প্রত্যাশা তার, চাহিদা আরো বেশি হতে হবে। আমরা জানি, নিজেদের মাঠে আমরা আরো বেশি শক্তিশালী।’ সেটা মানছেন ডিফেন্ডার তপু বর্মনও। তিনি কুয়েতের ম্যাচটি ভুলে যেতে চান জানিয়ে বলেন, এবার আমাদের ঘরের মাঠে খেলাা। নিজেদের মাঠ নিজেদের দর্শকদের সামনে ম্যাচটির ফলাফল ইতিবাচক হবে বলেই আমার বিশ্বাস।’ এখানে লেবাননের সঙ্গে ১ গোলে পিছিয়ে পরেও ড্র করা ম্যাচটির উদাহরন টেনে তপু বলেন, এই মাঠে দীর্ঘদিন ধরে খেলে আসছি। এই মাঠে নামলে আমাদের আত্মবিশ্বাসও বেড়ে যায়। শেষ পর্যন্ত লড়াই করার শক্তি পাই। এসবই ফিলিস্তিন ম্যাচে আমাদের আশা দেখাচ্ছে।’ তপুরা যতোই আত্মবিশ্বাসের কথা বলুকনা কেন বাংলাদেশের মুল সমস্যা রক্ষণে। আগের ম্যাচে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েদিয়েছে ফিলিস্তিন। রক্ষণে বেশি গুরুত্ব দিতে হবে এ কথা কোচ-খেলোয়াড়রা ম্যাচের আগে থেকেই বলে আসছিলেন। সৌদির ক্যাম্পেও সে অনুশীলনে জোর দেওয়া হয় বেশি। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।