কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন এসএম ইমাম রাজী টুলু। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন এসএম ইমাম রাজী টুলু।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমানকে (১৭৭৯৫) গোপালগঞ্জের মুকসুদপুরে এবং মুকসুদপুরের ইউএনও এসএম ইমাম রাজী টুলুকে (১৭৮৫৮) কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।
বিসিএস ৩৪তম ব্যাচের কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলু সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মুকসুদপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালের ৫ ডিসেম্বর মুকসুদপুর যোগদান করেছিলেন। এর আগে ২০২১ সালের ২৯ জুন তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়। এ ছাড়া তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জের গজারিয়া ও জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
পথরেখা/আসো