- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
পথরেখা প্রতিবেদক : জেলায় আজ বিশ্ব বরেন্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে ১৫দিনব্যাপী সুলতান মেলার পঞ্চমদিনে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মেলার কর্মসূচির অংশ হিসাবে এস এম সুলতানের মাছিমদিয়া বাগানবাড়িতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে আর্ট ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যাদুঘরের উপ-পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ।আয়োজকরা জানান, দেশের ৩৫ জন বরেন্য চিত্রশিল্পী এ আর্ট ক্যাম্পে অংশগ্রহন করেন।
পথরেখা/এআর
পথরেখা : আমাদের কথা