• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৭:২৩

কম্পিউটারে যেসব টুল থাকা জরুরি

পথরেখা অনলাইন : কম্পিউটারে কোনো ধরনের টুল বা সফটওয়্যার থাকবে আর কোনো ধরনের সফটওয়্যার থাকবে না সেটা ব্যবহারকারীর প্রয়োজনের ওপর নির্ভর করে।  তবে কাজ করার ক্ষেত্রে ডিভাইস ও তথ্যের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

তাই প্রত্যেকটি কম্পিউটারে এমন কিছু সফটওয়্যার অবশ্যই থাকা প্রয়োজন সেগুলো দ্বারা সব শ্রেণির ব্যবহারকারী উপকৃত হয়, তাদের যে কোনো ধরনের কাজের প্রোডাক্টিভিটি বাড়ে এবং কম্পিউটার সিকিউর থাকে।

আল্টিমেট ফায়ারওয়াল : কম্পিউটারের ইন্টারনেট নিরাপত্তার জন্য ফায়ারওয়াল খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ এর মাধ্যমে কানেকশন মনিটরিং, ইন্টারনেট ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্ষতিকর ওয়েবসাইট ব্লক করা থেকে শুরু করে অনেক কাজ করা যায়। যদিও প্রত্যেক কম্পিউটারে ডিফল্টভাবে ফায়ারওয়াল প্রোগ্রাম ইনস্টল করা আছে তারপরও ফায়ারওয়াল প্রোগ্রামের সর্বোচ্চ সুবিধার জন্য এটা যথেষ্ট নয়। তাই ফায়ারওয়ালের জন্য বিশেষায়িত একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে।

ভিপিএন : ব্ল্যাক্লিস্টেড ওয়েবসাইট, চ্যানেলে প্রবেশের সুযোগ দেওয়া ছাড়াও ভিপিএন আরও সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো ব্যবহারকারীর আইপি ঠিকানা গোপন রাখা এবং অনলাইনে শেয়ার করা তথ্যকে এনক্রিপ্ট বা সুরক্ষিত রাখা। প্রাইভেট বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে এটি ভালোভাবে কাজ করে থাকে।

পাসওয়ার্ড ম্যানেজার : যে কোনো কাজের প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এসব অ্যাকাউন্ট ও ই-মেইল পরিচালনায় পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ। ভিপিএন ব্যবহার না করলেও নিজ ও তথ্যের সুরক্ষায় পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এটি ডিভাইসে আরেকটি নিরাপত্তা স্তর যুক্ত করে থাকে।

এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ : স্মার্টফোনের পাশাপাশি ব্যক্তিগত কম্পিউটারেও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করা উচিত। এর ফলে সাইবার হামলাকারীরা সহজে কোনো তথ্য হাতিয়ে নিতে পারবে না। এদিক থেকে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সুবিধাযুক্ত মেসেজিং অ্যাপ রয়েছে সিগন্যাল। এনক্রিপশন ছাড়াও অ্যাপটি ব্যবহারকারীদের ডিজঅ্যাপিয়ারিং বা নির্দিষ্ট সময় পর মুছে যাওয়ার মেসেজ পাঠানোর সুবিধা দিয়ে থাকে।

নিরাপদ ই-মেইল : অফিশিয়াল কাজের ক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ। তবে এনক্রিপ্টেড ইমেইল পরিষেবা ব্যবহার বেশ ব্যয়বহুল। তবে এ সুবিধা রয়েছে এমন ইমেইল সার্ভিস ব্যবহার করা ভালো। এ ধরনের একটি পরিষেবা হলো প্রোটন মেইল।

ব্যক্তিগত ফাইলের নিরাপত্তা : কম্পিউটারের নিরাপত্তা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগত ফাইলের নিরাপত্তা। ব্যক্তিগত ফাইলগুলো যাতে অন্যদের নজরে না আসে এজন্য নিশ্চয় কম্পিউটারের ডিফল্ট হাইড অপশন ব্যবহার করেন? কিন্তু যে কেউ চাইলেই সেটা আনহাইড করে দেখে ফেলতে পারবে। কম্পিউটারে ব্যক্তিগত ফাইলগুলোর নিরাপত্তার জন্য আজ থেকে ব্যবহার করুন Wise Folder Hider
পথরেখা/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।