• শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
    ২১ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ১৬:০৭

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু শনাক্ত লাখের বেশি

পথরেখা অনলাইন : সদ্যবিদায়ী ২০২৪ সালে সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন। তাদের মধ্যে এক লাখ ৪০ জনই সুস্থ হয়েছেন। বছরজুড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গুবিষয়ক বিদায়ী বছরের এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

বছরের শেষ দিন গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছিল। শেষ দিনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালে ডেঙ্গু শনাক্ত এক লাখ এক হাজার ২১৪ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুরুষেরা। মোট আক্রান্তদের ৬৩ হাজার ৮৮৬ জনই ছিল পুরুষ, যা মোট শনাক্তের ৬৩ দশমিক ১ শতাংশ। আর নারী আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩২৮ জন, যা মোট শনাক্তের ৩৬ দশমিক ৯ শতাংশ। তবে মৃত্যুর হারে সামান্য এগিয়ে ছিলেন নারীরা, মোট মারা যাওয়া ৫৭৫ জনের মধ্যে নারী ২৯৪ জন বা ৫১ দশমিক ১ শতাংশ আর পুরুষ ২৮১ জন বা ৪৮ দশমিক ৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বয়সভেদে সর্বোচ্চ আক্রান্তদের শীর্ষে রয়েছেন তরুণরা। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার ১১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। এ বয়সীদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার ২৮৪ জন পুরুষ আক্রান্ত হয়েছেন। ২৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৩ জন। আর ১৬ থেকে ২০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৫ জন।

অঞ্চলভিত্তিক হিসাবে বছরজুড়ে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে মোট আক্রান্ত ২১ হাজার ২৫৪ জন। এরপরই রয়েছে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) অবস্থান, যেখানে মোট আক্রান্ত ১৮ হাজার ৭৪১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৭৯ জন।

এর বাইরে বরিশাল বিভাগে আট হাজার ৮০১ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৪৫ জন, বিভাগে ১৫ হাজার ৪০৬ জন, গাজীপুর সিটি করপোরেশনে তিনজন, খুলনা বিভাগে ৯ হাজার ৯৮৮ জন, ময়মনসিংহ বিভাগে তিন হাজার ৩৬২ জন, রাজশাহী বিভাগে তিন হাজার ৮৮৮ জন, রংপুর বিভাগে এক হাজার ৫০৯ জন এবং সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন।

শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকলেও বছরজুড়ে মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যেখানে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটতে ১০৪ জন ও বিভাগে ৫১ জন মারা গেছেন।

এর বাইরে বরিশাল বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম সিটিতে এক ও বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুশূন্য ছিল সিলেট বিভাগ।

মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে অক্টোবর মাসে। ওই মাসটিতে মোট শনাক্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। এছাড়া জানুয়ারিতে এক হাজার ৫৫, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মে মাসে ৬৪৪, জুনে ৭৯৮, জুলাইয়ে দুই হাজার ৬৬৯, আগস্টে ছয় হাজার ৫২১, সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭, নভেম্বরে ২৯ হাজার ৬৫২ এবং ডিসেম্বরে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৭৪৫ জন।

তবে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। মাসটিতে মারা গেছেন ১৭৩ জন। এছাড়া জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে পাঁচ, মার্চে ছয়, এপ্রিলে দুই, মে মাসে ১২, জুনে আট, জুলাইয়ে ১৪, আগস্টে ৩০, সেপ্টেম্বরে ৮৭, অক্টোবরে ১৩৫ ও ডিসেম্বরে ৮৭ জন মারা গেছেন।
পথরেখা/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।