দেশকন্ঠ প্রতিবেদন : ধানমন্ডির ক্যাফে রিও এবং দি ফরেস্ট লাউঞ্জকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ তরল দুধ ব্যবহারসহ বেশ কয়েকটি কারণে রেস্তোরাঁ দুটিকে আড়াই লাখ টাকা করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।২৬ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “খাবারে মেয়াদোত্তীর্ণ তরল দুধ ব্যবহার করছিল দি ফরেস্ট লাউঞ্জ। এছাড়াও খাবার তৈরি করছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে।” তিনি জানান, ক্যাফে রিওতে অগ্নি নির্বাপক ব্যবস্থা মেয়াদোত্তীর্ণ ছিল। এছাড়াও তারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পেস্ট্রি তৈরি করছিল। পেস্ট্রিতে উৎপাদনের তারিখ দেওয়া ছিল না। ক্যাফে রিওর সুপারভাইজার দারাশিকো বলেন, “আমাদের রেস্টুরেন্ট তো বড়। কোনো অন্যায় না পেলেও আমাদেরকে জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। তারা আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন। বলেছেন, ভবিষ্যতে যেন আর এই কাজ না করি।
দেশকন্ঠ/অআ