দেশকন্ঠ প্রতিবেদন : সৌদি আরবে হত্যা ও জঙ্গি সংগঠনে যোগদানসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ৮১ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে। দেশটির আধুনিক ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড এটি। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শনিবারের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৯৮০ সালের ঘটনাকে ছাপিয়ে গেছে। ওই সময় মক্কার গ্র্যান্ড মসজিদ দখলে অভিযুক্ত ৬৩ জনকে শিরশ্ছেদে করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি শনিবার এই মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, নিষ্পাপ পুরুষ, নারী ও শিশুর হত্যাকারী থেকে শুরু করে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কয়েকজন আল-কায়েদা, ইসলামিক স্টেট গোষ্ঠী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থনকারী রয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি জানায়, অভিযুক্তদের আইনজীবী নিয়োগের অধিকার দেওয়া হয়েছিল। বিচার প্রক্রিয়ায় সৌদি আরবের আইন অনুসারে তাদের পূর্ণ অধিকার দেওয়া হয়। বিচারে তারা নৃশংস অপরাধে দোষী প্রমাণিত হয়েছে। তাদের অপরাধে অনেক বেসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও জঙ্গি আদর্শের বিরুদ্ধে সৌদি আরব কঠোর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে সৌদি আরব ৪৭ জনের মৃত্যদণ্ড কার্যকর করেছিল। এছাড়া ২০১৯ সালে ৩৭ সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছিল।
দেশকন্ঠ/অআ