দেশকন্ঠ প্রতিবেদন : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়েরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৪ মার্চ দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২টার দিকে বাজারের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। এ বাজারে ঈশ্বরগঞ্জ ছাড়াও নান্দাইল ও কেন্দুয়া উপজেলার অনেক ব্যবসায়ীর প্রতিষ্ঠান রয়েছে। কম জায়গায় বহু ব্যবসাপ্রতিষ্ঠান হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক জানান, ভয়াবহ এ আগুনে ৩০-৩৫টি দোকান পুড়ে গেছে। কমপক্ষে ১০-১২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশকন্ঠ/অআ