দেশকন্ঠ প্রতিবেদন : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ সাভাতে অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু দ্বিতীয় জাতীয় সাভাতে প্রতিযোগিতা-২০২২’। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪৮ স্বর্ণপদকের জন্য লড়বেন ২৫০ প্রতিযোগী। মোট ১৪৪ পদকের মধ্যে স্বর্ণ ছাড়াও রয়েছে ৪৮টি রৌপ্য ও সমানসংখ্যক ব্রোঞ্জপদক। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ১৫ মার্চ দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাভাতে ডেভেলপমেন্ট কমিশন বাংলাদেশের চেয়ারম্যান ও সাভাতে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাংলাদেশ সাভাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আছরার আহমদ রিমন।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতায় মোট দুটি ক্যাটাগরিতে ১৬টি ওজন শ্রেণতে ৪৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তার মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে ৩২ ইভেন্টে ৯৬ ও জুনিয়র ক্যাটাগরিতে ১৬ ইভেন্টে ৪৮ পদক রয়েছে। সিনিয়র ক্যাটাগরিতে (বয়স ১৮-২৫) আটটি ওজন শ্রেণি হলো- ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৫ কেজি, অনূর্ধ্ব-৭০ কেজি, ৭০ কেজি ও ৭৫ কেজি। জুনিয়র ক্যাটাগরিতে (বয়স ১৩-১৭) আটটি ওজন শ্রেণি হলো- ৪৫, ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৫ কেজি, অনূর্ধ্ব-৭০ কেজি ও ৭০ কেজি। ফ্রান্সের মার্শাল আর্টের খেলা সাভাতের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে মার্শাল আর্ট জগতের পথিকৃৎ, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি এবং ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এ্ফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রতিযোগিতার প্রতিটি ওজন শ্রেণির বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হবে। আর দলগত বিজয়ীদের ট্রফি দেওয়া হবে।
দেশকন্ঠ/অআ