দেশকণ্ঠ ক্রীড়া : ক্রিকেট, আর্চারি ও অ্যাথলেটিকসের পর দেশের ক্রীড়াঙ্গনে সুখবর দিল হকিও। জাকার্তায় চলমান এশিয়ান হকি ফেডারেশন কাপের ফাইনালে উঠে গেছে বাংলদেশ। ১৯মার্চ সেমিফাইনালে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি কাজাখস্তান। ৮–১ গোলের বিশাল জয়ে ফাইনালের টিকিট পেয়েছেন সারোয়ার হোসেনরা। প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২–১ গোলে হারানো ওমান আগামীকাল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। দুই দিন আগেই গ্রুপ ম্যাচে এই ওমানের বিপক্ষে ৩-২ গোলের জয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ। তাই ফাইনালেও ওমানকে হারানোর আশা বর্তমান চ্যাম্পিয়নদের।
সেমিফাইনালে বাংলাদেশের ৮ গোলের ৬টিই পেনাল্টি কর্নারে। দুই পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম ও খোরশেদুর রহমান করেন এ ৬ গোল। ৪ গোল করে ম্যাচসেরা আশরাফুল। শেষ গ্রুপ ম্যাচে ওমানের বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া খোরশেদুর আজ করেছেন দুটি গোল। বাংলাদেশের বাকি দুই গোল স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি ও সোহানুর রহমানের। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ মুঠোফোনে বলেন, ‘ছেলেরা যেভাবে খেলছে, গতিটা ধরে রাখতে পারলে আশা করি ফাইনালেও জিতব আমরা। ওমানকে গ্রুপ ম্যাচে হারিয়ে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। খেলোয়াড়েরা সেরাটা দিচ্ছে মাঠে। আজ সেমিফাইনালে একতরফা ম্যাচ খেলেছে।’
এশিয়ার হকির দ্বিতীয় সারির এ টুর্নামেন্টে প্রথম দুবার ১৯৯৭ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল হংকং। বাংলাদেশ তখন খেলেনি। ২০০৮, ২০১২ ও ২০১৬ সালে সর্বশেষ তিনবার খেলে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথম দুবার বাংলাদেশের কাছে ফাইনালে হেরে ওমান দ্বিতীয় হয়েছিল। গতবার দ্বিতীয় হয় শ্রীলঙ্কা। এবার শ্রীলঙ্কা ফাইনালে উঠতে পারেনি।
দেশকণ্ঠ/আসো