দেশকন্ঠ প্রতিবেদন : দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। রোববার শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ-এ’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দলটি। স্বাগতিকদের অলআউট আক্রমণ মোকাবেলা করার জন্য মালয়েশিয়া খুব কমই কোনো বিকল্প খুঁজে পাওয়ায় বাংলাদেশ তাদের ওপেনারে ইংল্যান্ডকে ৪৬-২৫ এ হারায়। দক্ষ অধিনায়ক তুহিন তরফদারের নেতৃত্বে বাংলাদেশ প্রথমার্ধে ২৬-১৫ ব্যবধানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে প্রথম থেকেই দৃশ্যপটে আধিপত্য বিস্তার করে।
প্রথমার্ধ্বে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজিব আহমদে। বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলংকার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া। দ্বিতীয়ার্ধের স্কোরই সব বলে দেয় বাংলাদেশ আরও ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে। বাংলাদেশের রাজিব আহমেদ রেইডিং এবং ক্যাচিং উভয় ক্ষেত্রেই দুর্দান্ত ছিলেন এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের জন্য তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না যার মধ্যে ১০,০০০.০০ টাকার চেক এবং একটি ক্রেস্ট ছিল। মালয়েশিয়া অনেক ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে কারণ তারা থেরি ওপেনারে শ্রীলঙ্কার কাছে ৫৬-২৬ হেরেছে।
কথা বলেছেন ম্যাচ সেরা বাংলাদেশি রাইট রেইডার মো. রাজিব । গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা , তাকে প্রশ্ন করা হলো প্রথমবার ম্যাচ সেরা হলেন কেমন লাগছে। রাজিব বললেন আমার কাছে খুবই ভালো লাগছে। আমি বাইরে একটা ম্যাচ এর আগে খেলেছি। আমি আর্মিতে চাকরি করি। আর্মি থেকে ভারতের ভুপালে গিয়েছিলাম, সেখানে রানার্স আপ হয়েছিলাম। আন্তর্জাতিক টুর্নামেন্টে এর আগে ২০২০ সালে যে বঙ্গবন্ধু কাপ হয়েছিল সেখানেও খেলেছিলাম। জীবনে প্রথমবার ম্যাচসেরার পুরস্কার পেলাম। ধন্যবাদ জানাই কাবাডি ফেডারেশনকে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এটা যদি প্রতি বছর হয় তাহলে এশিয়ান গেমসসহ বড় বড় আসরে আমরা আরো ভালো পারফরম্যান্স করব।
বাংলাদেশ: ৫৬