দেশকন্ঠ প্রতিবেদন : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে ৩১ মার্চ পর্যন্ত। এবার ২৪টি মিডিয়া হাউজ ৮টি গ্রুপে বিভক্ত হয়ে পরস্পরের মোকাবিলা করবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। পরে সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে আজ সংবাদ সম্মেলন ডেকে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। একই সঙ্গে গ্রুপিংও সম্পন্ন হয়। যেখানে স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্বাধীন বাংলাদেশ ফুটবল দলের সহ-অধিনায়ক কিংবদন্তী ফুটবলার প্রতাপ শংকর হাজরা, বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- চ্যানেল আই, বৈশাখী টিভি, মাছরাঙা টিভি, বাংলাভিশন টিভি, নিউজ ২৪, টি-স্পোর্টস, জিটিভি, ৭১ টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি, যমুনা টিভি, একুশে টিভি, সময় টিভি, দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক জনকণ্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক মানবজমিন, ঢাকা পোস্ট, জাগো নিউজ, ডেইলি সান এবং দৈনিক ইনকিলাব। গত বছরের সেরা ৭ দল সঙ্গে মাছরাঙা টিভি- এই ৮টি দলকে টপ সিডেডে রেখে গ্রুপিং করা হয়। টুর্নামেন্টে এবার ‘এ’ গ্রুপে পড়েছে ইন্ডিপেনডেন্ট টিভি, মাছরাঙা ও জনকণ্ঠ, ‘বি’ গ্রুপে সময় টিভি, বাংলাভিশন, মানবজমিন, ‘সি’ গ্রুপে ৭১টিভি, বৈশাখী টিভি, ঢাকা পোস্ট, ‘ডি’ গ্রুপে নিউজ ২৪, ডেইলি স্টার, ইনকিলাব, ‘ই’ গ্রুপে টি-স্পোর্টস, চ্যানেল আই, যুগান্তর, ‘এফ’ গ্রুপে যমুনা টিভি, সমকাল, প্রথম আলো, গ্রুপ ‘জি’তে পড়েছে জিটিভি, ঢাকা ট্রিবিউন, ডেইলি সান এবং গ্রুপ ‘এইচে’ পড়েছে একুশে টিভি, জাগো নিউজ ও কালের কণ্ঠ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার। সিক্স-এ-সাইডের এই টুর্নামেন্টে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বিজেএসজে মিডিয়া কাপে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে স্কয়ার টয়লেট্রিজ। ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিংবদন্তী ফুটবলার প্রতাপ শংকর হাজরা। এছাড়াও টুর্নামেন্টের নানান দিক নিয়ে কথা বলেন বিএসজেএ’র সহ-সভাপতি রায়হান আল মুঘনি ও কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি। টুর্নামেন্টের গ্রুপিং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করেন বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
দেশকন্ঠ/অআ