• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৫৩
কেনিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

কাবাডিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন

দেশকন্ঠ প্রতিবেদন : কেনিয়াকে ৩৪-৩১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। বৃহস্পতিবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে কেনিয়াকে ৩৪-৩১ গোলে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের খেলোয়াড়রা কৌশলগত দক্ষতার সাথে শক্তিশালী কেনিয়ানদের পরাজিত করার জন্য তাদের স্নায়ু ধরে রেখেছিল। বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার, রেডার আরদুজ্জামান মুন্সি, রাজিব আহমেদ এবং রবিউল দুর্দান্ত ফর্মে ছিলেন যা বাংলাদেশকে আবার চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। কেনিয়া তাদের উচ্চতা সুবিধা ব্যবহার করে প্রথম পাঁচ মিনিটে ৫-৩ লিড নিয়ে শক্তিশালী শুরু করে। কেনিয়ার রক্ষণে বাংলাদেশের শীর্ষ রেইডার আরদুজ্জামান মুন্সি ছিলেন কেনিয়ার রক্ষণভাগে ক্রমাগত হুমকি কেনিয়ার হাগাই ওধিয়াম্বো ওগাক শুরুর মিনিটেই কেনিয়ার আক্রমণে নেতৃত্ব দেন। যদিও ১৫ তম শেষে স্কোরলাইন ৮-৭ হওয়ায় উভয় দলই তাদের পুরুষদের না হারানোর বিষয়ে সতর্ক ছিল।
 
বাংলাদেশ পাল্টা লড়াই শুরু করে এবং ১৭ মিনিটে কেনিয়ার দুটির বিপক্ষে সাতটিই কোর্টে ছিল বাংলাদেশ। তুহিন তরফদারের রেইড স্কোরলাইন ১২-১২ করে, কেনিয়ার একজন খেলোয়াড় কোর্টে জীবিত ছিলেন। ১৯ তম মিনিটে প্রথম লোনা শেষ করে বাংলাদেশ ১৫-১২-এ তিন পয়েন্টের লিড নেয়। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৭-১৪। কেনিয়া প্রথম মিনিটে আধিপত্য বিস্তার করে ১৮-১৭ লিড নিয়ে স্বাগতিকদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কিন্তু দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট পর তুহিন তরফদারের নেতৃত্বে দুটি দুর্দান্ত ক্যাচ দেখে বাংলাদেশ ২২-১৯ এগিয়ে যায়। রেইডার রাজিবের সুন্দর সমারসল্ট দেখেছে কেনিয়া দুই খেলোয়াড়কে হারিয়ে কেনিয়াকে দুই পুরুষের দলে পরিণত করেছে। ২৬ মিনিটে দ্বিতীয় লোনা জিতে বাংলাদেশ স্কোরলাইন ২৯-২১ দিয়ে আট পয়েন্টের লিড নিয়েছিল। কেনিয়া কখনই তাদের মনোযোগ হারায়নি এবং সতর্কতার সাথে এগিয়ে যেতে থাকে এবং মিনিট বাকি থাকতে স্কোরলাইন ছিল ৩২-৩১। বাংলাদেশের খেলোয়াড়রা তাদের লিড ধরে রাখতে তাদের শান্ত রাখে এবং শেষ মুহূর্তে দুটি গোল্ডেনপয়েন্ট গোল করে ৩৪-৩১ ব্যবধানে জয় পায়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।