দেশকন্ঠ প্রতিবেদন : আগামী গ্রীষ্মে হোম ভেন্যুর রূপ বদলাতে নেমে পড়বে বার্সেলোনা। ন্যু ক্যাম্পের বিল্ডিং পারমিট অনুমোদিত হয়ে গেছে। তাতে করে ২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ জায়ান্টরা হোম ম্যাচ খেলবে অলিম্পিক স্টেডিয়ামে। ১৯৫৭ সাল থেকে কাতালান ক্লাবের হোম স্টেডিয়াম হিসেবে ন্যু ক্যাম্প চালু হয় এবং বর্তমানে এটি ইউরোপের অন্যতম বড় স্টেডিয়াম, যার ধারণক্ষমতা ৯৯,৩৫৪।
এরই মধ্যে জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি হওয়ার কারণে আগামী মৌসুম থেকে আইকনিক স্টেডিয়ামের নাম হবে স্পটিফাই ন্যু ক্যাম্প। আগামী বছরের জুনে অলিম্পিক স্টেডিয়ামে হোম ভেন্যু সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করে বার্সা আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, এই জুন থেকে শুরু হচ্ছে সংস্কারকাজ। এস্পাই বার্সা প্রজেক্টের অংশ হিসেবে এটি শুরু হচ্ছে। আজ সকালে বিল্ডিং পারমিট অনুমোদিত হলো।
দেশকন্ঠ/অআ