দেশকন্ঠ প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের শিরোপা জিতে নিল গুজরাট টাইটান্স। প্রথমবার কোনো দলকে নেতৃত্ব দিয়ে শুরু থেকে গুজরাটের হয়ে দারুণ খেলেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। আইপিএল শিরোপা জিতে এবার তার নজর বিশ্বকাপের দিকে।
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর পাণ্ডিয়া বলেন, ‘যেভাবেই হোক ভারতের জন্য বিশ্বকাপ জিততে চাই। আমার যা আছে সবটুকু উজাড় করে দিব। দলকে সবসময় আগে রাখার মানসিকতা ছিল। আমার জন্য লক্ষ্য সহজ। আমার দল যেন সেরাটা পায় সেটা নিশ্চিত করা। তিনি আরও বলেন, ‘ভারতের জন্য খেলা সবসময় ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।
কয়টি ম্যাচ খেলেছি তা ব্যাপার না। দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। এবারের আসরে ৪৮৭ রান নিয়ে সেরা ব্যাটারদের তালিকায় চারে আছেন পাণ্ডিয়া। তার চেয়ে বেশি রান করতে পারেনি গুজরাটের কোনো ব্যাটার। বল হাতে গুজরাট অধিনায়কের শিকার ৮ উইকেট।
দেশকন্ঠ/অআ