দেশকন্ঠ প্রতিবেদন : বিশ্বের অন্যতম লাস্যময়ী ক্রীড়াবিদ আমেরিকার গল্ফার পাইজ স্পির্যাঙ্ক। সুন্দরী গল্ফারের অসংখ্য ভক্ত। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলার মাঝেই নেটমাধ্যমে ঝড় তুলেছেন স্পির্যাঙ্ক। ইউএস ওপেন খেলার মাঝে শরীরের উপরের অংশে শুধু অন্তর্বাস পরা অবস্থায় একটি ছবি দিয়েছেন নেটমাধ্যমে। আমেরিকার জাতীয় পতাকার সঙ্গে মিল রয়েছে তাঁর অন্তর্বাসের নকশার। পোস্ট করার পরেই তুমুল ভাইরাল হয়েছে তাঁর এই ছবি। চলতি মরসুমের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলছেন সুন্দরী গল্ফার। প্রতিযোগিতার মাঝেই ২৯ বছরের স্পির্যাঙ্ককে নতুন অবতারে দেখে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। নেটমাধ্যমে ৩৪ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে স্পির্যাঙ্কের। অন্তর্বাস পরিহিতা তাঁর ছবি দেখে এক ভক্ত লিখেছেন, ‘দুঃখিত, ইউএস ওপেনের কথা ভাবতে পারছি না। তোমাকে এ ভাবে দেখার পর অন্য কিছু কি ভাবা যায়?’ আর এক অতি উৎসাহী ভক্ত লিখেছেন, ‘আমরা জয় পেয়ে গিয়েছি।’
কিছু দিন আগেই স্পির্যাঙ্ককে সব থেকে লাস্যময়ী ক্রীড়াবিদের পুরস্কার দিয়েছে আমেরিকার একটি বিনোদন পত্রিকা। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত স্পির্যাঙ্ক। তা নিয়ে বলেছেন, ‘‘আমাকে সব থেকে লাস্যময়ী ক্রীড়াবিদ নির্বাচিত করায় খুব ভাল লাগছে। এই সম্মান পেয়ে আমি গর্বিত। প্রথমে খবরটা বিশ্বাস হয়নি। সত্যিই অবিশ্বাস্য।’’ স্পির্যাঙ্ক আরও বলেছেন, ‘‘আমাকে কেউ লাস্যময়ী বললে আমার আত্মবিশ্বাস বাড়ে। স্বচ্ছন্দও বোধ করি।’’ স্পির্যাঙ্ক বরাবরই খোলামেলা পোশাক পরেন। শরীর প্রদর্শন নিয়েও তাঁর কোনও ছুঁৎমার্গ নেই। কিছু দিন আগেই তিনি বলেছেন, ‘‘জানি আমাকে অনেকেই লাস্যময়ী ভাবেন। তাতে আমার একদমই খারাপ লাগে না। আমি নিজের শরীরকে ভালবাসি। এটা তো আমারই অংশ। গল্ফের মতো রক্ষণশীল খেলায় আমার পোশাক নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে। কিন্তু আমার তাতে কোনও সমস্যা হয় না।’’ ইউএস ওপেনের লিডার বোর্ডে প্রথম তিনেই রয়েছেন স্পির্যাঙ্ক। খেতাব জয় নিয়ে আশাবাদী তিনি।
দেশকন্ঠ/অআ