দেশকন্ঠ প্রতিবেদন : পাইজ স্পির্যাঙ্ক যাঁর আজ আর নেটদুনিয়ায় নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমেরিকার লাস্যময়ী গল্ফারকে ইনস্টাগ্রামে ৩.৪ মিলিয়ন মানুষ তাঁকে ফলো করেন। রূপ-যৌবনের ককটেল পান করিয়ে ভক্তদের তাঁর নেশায় বুঁদ করে রাখেন বছর আঠাশের গল্ফার। নিজের দেশের জাতীয় পতাকার মতো দেখতে অন্তর্বাস পরে কিছুদিন আগে নেটমাধ্যমে ঝড় তুলেছিলেন স্পির্যাঙ্ক। এবার তিনি ফের খবরে। ম্যাক্সিম ম্যাগাজিন এবার 'হট হান্ড্রেড ওয়ার্ল্ড'স সেক্সিয়েস্ট উইমেন' নিয়ে সংখ্যা প্রকাশ করেছে।
ম্যাক্সিম বলছে যে, স্পির্যাঙ্কই 'সেক্সিয়েস্ট উইমেন অ্যালাইভ'! বলাই বাহুল্য ম্যাক্সিম তাঁর ছবিই প্রচ্ছদে রেখেছে। ছবিতে দেখা যাচ্ছে যে, স্পির্যাঙ্কের গায়ে বোতাম খোলা সাদা জামা, নেই কোনও অন্তর্বাস! আবেদনে বিশ্বসেরা হওয়া এই ছবিই এখন আলোচনায়। স্পির্যাঙ্ক টুইটারে জানিয়েছেন যে, ম্যাক্সিম যে তাঁকে এই তকমা দেবে তা তিনি বিশ্বাস করতে পারেননি। তিনি লিখেছেন, ম্যাক্সিম ম্যাগাজিন চলতি বছর আমাকে সেক্সিয়েস্ট উইমেন অ্যালাইভ তকমনা দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না। অনন্য সম্মানের জন্য ম্যাক্সিমকে আমার ধন্যবাদ।" সাহসী পোশাকে ভক্তদের মন জয়ে করেই থাকেন স্পির্যাঙ্ক। শরীর প্রদর্শন কোনও ছুঁৎমার্গ রাখেন না তিনি। স্পির্যাঙ্ক সেই পথেই ছাপ রাখলেন আবার।
দেশকন্ঠ/অআ