দেশকন্ঠ প্রতিবেদন : লালমনিরহাট সদরের শিবেরকুটি গ্রামের বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে নির্ঘুম রাত কাটছে কয়েক হাজার পরিবারের। ২৯ জুন বিকালে বাঁধটিতে ধরলার স্রোতের টানে ফাটল দেখা দেয়। ধরলা সেতু থেকে মোগলহাট ইউনিয়নের ১০ কিলোমিটার বাঁধটি ভাঙলে লালমনিরহাট শহর প্লাবিত হবে বলে জানান এলাকাবাসী। আজের মাহমুদ (৮৫), নজরুল ইসলাম, মোশারফ হোসেনসহ এলাকাবাসীরা বলেন, ‘আমাদেরকে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের লোক খেলছে। বাঁধটি ভাঙলে ১০০০ বাড়ি তলিয়ে যাবে। বাঁধটি আগে ভালো ছিল। দুইমাস আগে এক্সেভেটর দিয়ে মাটি ফেলার কারণে বাঁধটি নষ্ট হয়।’
বুধবার রাত ১১টা ২৫ মিনিটে ফাটল দেখা দেয়া এলাকায় দেখা মেলে পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারি আরমান সরকার, তাজুল ইসলাম ও এলএমএসএস ফরিদ আলীর। তারা জানান, বাঁধটি শহর রক্ষা বাঁধ নামেই পরিচিত। এটাকে শহর রক্ষা বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বলে। বাঁধটিতে ফাটল দেখা দিলে আমরা কাজ শুরু করি। যতগুলো বালির বস্তা লাগবে, ততগুলো ফেলা হচ্ছে। বিকালে সিপিএস হওয়ার আশঙ্কা ছিল। এখন আর সমস্যা হবে না।
দেশকন্ঠ/অআ