পথরেখা অনলাইন : কোয়াড সামিটে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের সফরে আরও কর্মসূচি রয়েছে তাঁর। আর এই সফরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনব উপহার দিলেন তিনি। উপহার দিলেন বাইডেন ঘরনিকেও।
বাইডেনের জন্য কী উপহার এনেছিলেন মোদি? জানা গিয়েছে, বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতাকে তিনি দিয়েছেন রুপোর একটি খেলনা ট্রেন। ৯২.৫ শতাংশ রুপোর ওই মডেলেটি একটি পুরনো আমলের ট্রেনের। ট্রেনে লেখা রয়েছে ‘দিল্লি থেকে ডেলাওয়ার’। প্রসঙ্গত, ডেলাওয়ারে বাইডেনের বাড়ি। মহারাষ্ট্রের শিল্পীদের তৈরি নিখুঁত হস্তশিল্পের নিদর্শন ট্রেনটির খুঁটিনাটি আলাদা করে লক্ষ করার মতো। তাক লাগানো ওই ট্রেনটি আসলে বাষ্পচালিত ট্রেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য। যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। পাশাপাশি তা ভারত ও আমেরিকার মধ্যে মজবুত বন্ধনেরও প্রতীকী প্রকাশ। এরই পাশাপাশি বাইডেনের স্ত্রীর জন্য মোদির উপহার পশমিনা শাল। কাগজের এক বাক্সে বন্দি ওই শাল অসামান্য কারুকার্য খচিত। ফার্স্ট লেডির জন্য নিয়ে আসা এই শাল তৈরি হয়েছে পশম দিয়ে। যা লাদাখে তৈরি।
প্রসঙ্গত, শনিবার বাইডেনের বাসভবনে আমন্ত্রিত ছিলেন মোদি। সেখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। তার আগে কোয়াড সম্মেলনে বক্তব্য রাখার সময়ও বাইডেনকে ধন্যবাদ জানাতে দেখা যায় মোদিকে। তিনি বলেন, ২০২১ সালে কোয়াডের প্রথম সম্মেলন আপনার নেতৃত্বেই আয়োজিত হয়েছিল। এত অল্প সময়ে পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়াতে সক্ষম হয়েছি আমরা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কোয়াড সম্মেলনে যোগ দিয়ে আমি গর্বিত।” পাশাপাশি কোয়াডের সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী।
২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন প্রধানমন্ত্রী মোদি। ষষ্ঠ কোয়াড সামিটে অংশ নেওয়া ছাড়াও আরও কর্মসূচি রয়েছে তাঁর। ২২ সেপ্টেম্বর আমেরিকায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। যার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর পর ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন নমো। এই বৈঠকের নাম ‘সামিট অফ দ্য ফিউচার’।
পথরেখা/আসো