দেশকন্ঠ প্রতিবেদন : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির ছয় সদস্যের প্রতিনিধিদল। সাক্ষাতকালে তাঁরা ব্যবসা-বাণিজ্য, জিএসপি সুবিধা, বাংলাদেশ শ্রম আইন, ন্যাশনাল এ্যাকশন প্ল্যান বাস্তবায়ন, তৈরি পোশাক শিল্প, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।এ সময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপের ফলে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রতিনিধিদলের নেতা হেইডি হাউটালা'র, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগালো, সভেন সাইমন, আজনেস জোঙ্গেরিয়াস, জর্দি কানাস পেরেজ এবং ম্যাক্সিমিলিয়ান ক্রাহ। দরিদ্র পরিবারের মায়েদের মোবাইলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রেরণ, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করা হচ্ছে। ফলে শিশু শ্রমও কমে এসেছে। তৈরি পোশাক শিল্পের ৮০ শতাংশ নারী শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির সদস্যদের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আন্তরিক ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। ইউরোপীয় পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রতিনিধিদলের সদস্যরা স্পিকারের কাছ থেকে শ্রম আইন সংশোধন, শিশু শ্রম, শিশু অধিকার এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের বিষয়ে আন্তরিকভাবে পাশে থাকবেন বলে স্পিকারকে আশ্বস্ত করেন তারা।
দেশকন্ঠ/রাসু