দেশকন্ঠ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইন্ডিয়ানার গ্রিনউড পার্ক শপিংমলে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, রোববার সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির কথা জানতে পেরেছি। এ ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন এবং অপর তিন জন মারাত্মক আহত হয়েছেন।
গ্রিনউড পুলিশ ফেসবুকে সাক্ষী চেয়ে একটি পোস্ট দিয়েছে এবং পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে। এর আগে গত ৪ জুলাই শিকাগোতে একটি প্যারেডে গুলিতে সাত জন নিহত হয়। আর্কাইভ অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৪০ হাজার মানুষ বন্দুকধারীর গুলিতে মারা যাচ্ছে।
দেশকন্ঠ/রাসু