দেশকন্ঠ ডেস্ক : ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার শপথ নিচ্ছেন দ্রৌপদী মুর্মু। ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতিকে গান স্যালুট দেয়া হবে। এর সেন্ট্রাল হলে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানে মুর্মুর পরিবারের চার সদস্য উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।
এর আগে ২১ জুলাই পার্লামেন্টের ভোটে বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রথম কোনো আদিবাসী ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। পরাজয় মেনে নিয়ে মুর্মুকে অভিনন্দন জানান যশবন্ত সিনহা। ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার একটি আদিবাসী পরিবারে জন্ম দ্রৌপদীর। এরপর রমা দেবী মহিলা কলেজ থেকে স্নাতক পাস করেন তিনি। চাকরিজীবন শুরু ওড়িশার সচিবালয় থেকে। তবে পুরোদস্তুর রাজনীতি জীবন শুরু ১৯৯৭ সালে। ওই বছরই পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
এর তিন বছর পর রাজ্য বিধানসভায় নির্বাচিত হন ওড়িশার ময়ূরগঞ্জ জেলার বাসিন্দা দ্রৌপদী মুর্মু। রায়রাংপুর বিধানসভা কেন্দ্র থেকে দুই দফায় বিজেপির বিধায়ক হয়েছেন তিনি। ২০০৭ সালে ওড়িশা বিধানসভায় সেরা বিধায়ক হিসেবে ‘নীলকান্ত’ পুরস্কার জেতেন দ্রৌপদী। ২০১৫ সালে ঝড়খণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ময়ূরগঞ্জের বিজেপি জেলা সভাপতি ছিলেন।
দেশকন্ঠ/রাসু