দেশকন্ঠ প্রতিবেদন : দেশে জ্বালানির কোনও সংকট নেই বলে জানিয়েছেন বালাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, দেশে এখনও ডিজেলের যে মজুত রয়েছে, তা দিয়ে ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব। বুধবার বিপিসির ঢাকা লিয়াজো অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
আগামী ৬ মাসের তেল আমদানির শিডিউল নিশ্চিত আছে জানিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে পেট্রলের মজুত ১৫ দিনের, অকটেনের ৯ দিনের, ফার্নেস অয়েল ৩২ দিনের, জেট ফুয়েল ৪৪ দিনের মজুত আছে। তিনি বলেন, আমদানি, মজুত ও সরবরাহ একটি চক্রাকার প্রক্রিয়া। আজকে যে অকটেনের মজুত ৯ দিনের, এক-দুই দিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন অকটেনবাহী একটি জাহাজ আসবে যার পরে মজুতের পরিমাণ দাঁড়াবে ২৮ দিনের। এটি একটি চলমান প্রক্রিয়া।
পেট্রলের শতভাগ দেশেই উৎপাদন হয়। এর সঙ্গে মজুতের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। কোনো পেট্রলপাম্প চাহিদার চেয়ে কম তেল দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিপিসি চেয়ারম্যান।
দেশকন্ঠ/রাসু