দেশকণ্ঠ প্রতিনিধি, নিউইয়র্ক : ব্যাংক একাউন্ট ও ক্রেডিটকার্ডধারীদের প্রতি সর্তকতা জারি করেছে নিউইয়র্ক স্টেট। সম্প্রতি ‘টে´ট ফিসিং স্কিম’ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় নিউইয়র্ক স্টেট কনজিউমার প্রোটেকশন ডিভিশন গত বুধবার এ এলার্ট জারি করেছে। একাউন্ট কম্প্রোমাইজ বা অস্বাভাবিক অ্যাকটিভিটির কথা বলে তথ্য নিচ্ছে তারা। হ্যাকাররা নানা কায়দায় মানুষের ব্যক্তিগত তথ্য, ব্যাংক একাউন্ট ইনফরমেশন এমনকি ব্যাংক থেকে ডলারও হাতিয়ে নিচ্ছে। এতে ব্যবহার করছে টেক্সট মেসেজ, টেলিফোন কল বা জাংক ইমেইল। বাংলাদেশি কমিউনিটিসহ ইমিগ্র্যান্ট সম্প্রদায় হ্যাকারদের প্রধান টার্গেট। ইংরেজি ভাষায় দুর্বলতা এবং ইমিগ্র্যান্ট কমিউনিটির সদস্যদের সরলতার সুযোগ নিয়ে ফাঁদ তৈরি করে তারা।
গত সপ্তাহেই হোমল্যান্ড সিকিউরিটির কাস্টমস বর্ডার (সিবিপি)-এর অফিসার দাবি করে এক বাংলাদেশিকে ফোন করা হয়। অফিসার জানান, টেক্সাস সীমান্তে কাস্টমস অফিসাররা তার নামে একটি প্যাকেট পেয়েছেন। এ জন্যই তার এই ফোন। বাংলাদেশি ব্যক্তিটিও সরকারি একটি সংস্থায় কর্মরত। তিনি সাথে সাথে সিবিপি অফিসারের ব্যাজ, স্টেশন, এজেন্সী ও নাম জানতে চান। আরও কিছু প্রশ্ন করলে অপর প্রান্ত থেকে টেলিফোন রেখে দেয়া হয়। এমনিভাবে বাংলাদেশিরা আইআরএস-এর নামেও প্রতিদিন প্রতারণামূলক টেলিফোন পাচ্ছেন। ফ্রড ক্রেডিটকার্ড কোম্পানীর নামেও অসংখ্য টেলিফোন আসে।
নিউইয়র্ক স্টেট সকলকে এধরনের ই-মেইল বা টেক্সট পেলে তা ডিলিট করার পরামর্শ দিয়েছে। আর টেলিফোনে কোনভাবেই যাতে ব্যক্তিগত তথ্য প্রদান করা না হয় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
দেশকণ্ঠ/আসো