দেশকন্ঠ প্রতিবেদন : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের মুক্তানগর রিসোর্টে নারীদের সুইমিং পুলে পুরুষ দর্শনার্থীদের প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে হাতাহাতি ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে শেরপুর এলাকার মুক্তানগর রিসোর্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষ ৪ জনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইকরচই গ্রামের রিপন আহমদ (২২), একই এলাকার মো. মাজহারুল ইসলাম (২১), জগন্নাথপুর পৌরসভার মো. মিজানুর রহমান (২১) ও সিলেটের গোলাপগঞ্জের গোষগার এলাকার জাহিদ আহমদ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তানগর রিসোর্টে কয়েকজন ছেলে ঘুরতে আসেন। এ সময় তারা রিসোর্টে অবস্থিত নারীদের সুইমিং পুল এলাকায় প্রবেশ করতে চায়। রিসোর্টের কর্তব্যরতরা বাধা দিলে দুপক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এতে পরিস্থিতি অস্বাভাবিক দেখে রিসোর্ট কর্তৃপক্ষ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে মুক্তানগর রিসোর্টের স্বত্বাধিকারী শেখ জাবেদ আহমেদ রনি বলেন, রিসোর্টে ঘুরতে আসা কয়েকজন ছেলে নারীদের সুইমিং পুলে প্রবেশ করতে চাইলে কর্তব্যরতরা সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ জানায়। কিন্তু তারা জোর করে প্রবেশের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছাড়া হয়। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক বলেন, চারজনকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।
দেশকন্ঠ/অআ