দেশকন্ঠ প্রতিবেদন : পাচারের শিকার আট বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার (১৭ আগস্ট) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই আট নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে। পাচারের শিকার ওই নারীরা যথাক্রমে, ঢাকা, যশোর, কুমিল্লা, খুলনা ও গোপালগঞ্জের বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা বাংলাদেশি নারীদের কর্মসংস্থান ও আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি নামে দুটি এনজিও সংস্থ্যা গ্রহণ করেছে।
যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ার এনজিওর এরিয়া ম্যানেজার অপুর্ব কুমার শাহা বলেন, ভালো কাজের প্রলোভনে সীমান্ত পথে তিন বছর আগে দালালের মাধ্যমে আট নারী ভারতে গিয়েছিলেন। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে কারাগারে পাঠায়। পরবর্তীতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা ওই নারীদের আইনি সহায়তা দিয়ে আদালত থেকে ছাড়িয়ে তাদের সংস্থার হেফাজতে নেয়। তিন বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। তিনি আরও বলেন, ফেরত আসা বাংলাদেশি নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহয়তা চান তাহলে আইনি সহায়তা দেওয়া হবে।
দেশকন্ঠ/অআ