দেশকন্ঠ ডেস্ক : সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রি জারি করেন। যেখানে বলা হয়েছে, রাশিয়ার যেসব নারী ১০ বা তার বেশি সন্তান জন্ম দেবেন তাঁদের ‘মাদার হিরোইন’ পুরস্কারে ভূষিত করা হবে। জানা গেছে, দেশের জনসংখ্যা বাড়াতে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন পুতিন।
১০ বা তার বেশি সন্তান ধারণের জন্য নারীদের রাশিয়ান মুদ্রায় ১০ লক্ষ রুবল (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা) করে পুরস্কার দেবেন তিনি। সেই সঙ্গে প্রদান করা হবে রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদক। তবে এ পুরস্কার পেতে হলে রুশ নারীদের একটি শর্ত পূরণ করতে হবে। সেটা হল ১০ সন্তানকেই জীবিত থাকতে হবে। অবশ্য কোনও সন্তান সন্ত্রাসী হামলা বা সশস্ত্র সংঘাত ও যুদ্ধে মারা গেলে ছাড় পাওয়া যাবে। উল্লেখ্য, ‘মাদার হিরোইন’-এর প্রবর্তক ছিলেন প্রাক্তন সোভিয়েত শাসক জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১০ সন্তানের জননীদের এ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছিল। তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই পুরস্কার প্রথা বিলুপ্ত হয়।
দেশটির জনসংখ্যা বাড়াতে আবারও সেটি চালু করছেন প্রেসিডেন্ট পুতিন। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাশিয়ার জনসংখ্যা প্রতি মাসে গড়ে ৮৬ হাজার করে কমেছে। মূলত এই পুরস্কার চালু করা হচ্ছে যাতে দম্পতিদের অধিক সন্তান জন্মদানে উৎসাহিত করে শিশু জন্ম বৃদ্ধির হারে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটানো যায়।
দেশকন্ঠ/রাসু