দেশকণ্ঠ প্রতিবেদন, নিউইর্য়ক : দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত বাংলাদেশি বংশোভূত এনওয়াইপিডি পুলিশ অফিসার তাহের চৌধুরী (৪৮) হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ব্রংকসের ক্যাসলহিল এলাকায় ওলমস্টেট এভিনিউ এর ওপর জগিং করার সময় তিনি হামলার শিকার হন। ৩ জন র্দুবৃত্ত তার মাথায় ও মুখে আঘাত করে। হামলাকারীরা তার মানিব্যাগ ও চাবি নিয়ে একটি সিডান গাড়িতে করে পালিয়ে যায়। ঘটনাস্থলে কর্মরত ট্রাফিক পুলিশ ৯১১ কল করেন। এম্বুলেন্স এসে অজ্ঞান অবস্থায় তাহের চৌধুরীকে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার দিনও তাহের চৌধুরীর কাজে যাবার কথা ছিল। তিনি ম্যানহাটনের সেন্ট্রাল পার্ক প্রিসিংকটে কর্মরত। সেদিন কাজে না যাওয়ায় প্রিসিংকট মিসিং কপ হিসেবে তার নাম লিপিবদ্ধ করে। পরে তারা জানতে পারেন ক্রিটিক্যাল অবস্থায় তাহের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তার মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছিল। তাহেরের মামা হিসেবে পরিচিত হবিগঞ্জের একজন বাংলাদেশি আজকালকে বলেন, বুধবার সকালে তার জ্ঞান ফিরেছে। দু একজনের সাথে কথাও বলেছে। এখনও তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। তাহের ১৮ বছর ধরে পুলিশ বিভাগে সুনামের সাথে কাজ করছেন। আগে ব্রংকসের পার্কচেষ্টারেই থাকতেন। কিছুদিন আগে বাড়ি কিনে ক্যাসহিল এলাকায় মুভ করেন। তিনি ৩ সন্তানের জনক। বাংলাদেশে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে তার জন্ম। দুই যুগেরও আগে তার যুক্তরাষ্ট্রে আগমন। তার ওপর হামলার ঘটনায় বাংলাদেশি কমিউনিটির মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ হামলাকারিদের ছবি সম্বলিত ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপরাধীদের কেউ ধরা পড়েনি। সিটি মেয়র এরিক এডামস হাসপাতালে তাহের চৌধুরীকে দেখতে গিয়েছিলেন। বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি এম এন মজুদার এ হামলার তীব্র নিন্দা এবং দোষীদের গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই হমলার প্রতিবাদে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ব্রংকস ক্যাসলহিল এলাকায় বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
দেশকণ্ঠ/আসো