• মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
    ২৪ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০২:১৪
হতাশা কাটিয়ে নবযাত্রার প্রত্যাশা

ডেসটিনি ২০০০ লিমিটেডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পথরেখা অনলাইন : দেখতে দেখতে ২৪ বছর পেরিয়েছে ৪৫ লাখ মানুষের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লিমিটেড। ৫ জানুয়ারি ২০২৫ রবিবার ডেসটিনি-২০০০ লিমিটেড ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সকালে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অডিটরিয়ামে। অনুষ্ঠানে বক্তারা ১২ বছরের সব হতাশা কাটিয়ে নবযাত্রায় শামিল হওয়া ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মিথ্যা মামলায় আটককৃত ডেসটিনি গড়ার পথিকৃৎ মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেছেন।
 
সকালে পবিত্র কোরআন তিলয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক বোর্ড চেয়ারম্যান ব্যরিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি হাইকোর্টকর্তৃক নিযুক্ত সকল বোর্ড পরিচালক, শেয়ারহোল্ডার, ডায়মন্ড এক্সিকিউটিভ ও সকল ডিস্ট্রিবিউটের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, আমরা ব্যবসা শুরুর দ্বার প্রান্তে। শীঘ্রই আমাদের হতাশা দূর হয়ে যাবে। তিনি বলেন যে, আমরা রমজান মাসে সারাদেশে স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করবো। 
 
ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. ইকবাল জামাল বলেন, আমরা নিরলসভাবে ২৮ মাস ধরে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে একটাই ডেসটিনির সুনাম যেন অক্ষুন্ন থাকে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং ধৈর্য্য ধরুন।। আজ আপনাদের আশা-আকাংখার দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে। আজকে থেকে নতুন যাত্রা শুরু হল।  বিশেষ অতিথি বরেণ্য সাংবাদিক এম এ আজিজ বলেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর আপনারা এক একজন আলাদা আলাদা উদ্যোক্তা। আপনাদের দ্বারাই সম্ভব হবে বর্তমান বাংলাদেশ সরকারের স্বপ্ন বাস্তবায়ন করা। দেশকে বেকারমুক্ত করার জন্য এগিয়ে আসতে পারবেন।  বিনিয়োগকারীদের কোন অভিযোগ নাই।  
 
 
অনুষ্ঠানের সভাপতির ইঞ্জিনিয়ার আহমেদ মুশফেক আনাম বলেন, ডেসটিনি সবচেয়ে বড় সম্পদ ৪৫ লাখ সুশৃঙ্ক্ষল প্রশিক্ষিত পরিবেশক। অন্যান্য সম্পদ আসে যায় কিন্ত এই সম্পদ কেনা যায় না, এই সম্পদ তৈরি হয়েছে।  আমরা মহামান্য হাইকোর্টকর্তৃক নিযুক্ত হয়ে কিছু নির্দেশনা নিয়ে এসেছি। গত ১২ বছর আপনারা আপনাদের বিনিয়োগ এবং কর্মক্ষেত্র নিয়ে হতাশায় কটিয়েছেন। ইনশাল্লাহ আজ থেকে হতাশা কাটিয়ে নবযাত্রা শুরু হবে। আমরা অবশ্যই আইন মেনে ব্যবসা করবো। অচিরেই বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। 
 
ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যাবস্থাপনা সমন্বয়ক মো. আশরাফুল আমীন তার বক্তব্যে মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেন। আনন্দ-উৎসবের এমন দিনে এখানে আরো বক্তব্য রাখেন— মুহাম্মদ জাকির হোসেন, মো. সাইফুল আলম রতন, সামনুন এহসান শামীম, বিপ্লব বিকাশ শীল, মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক, জি এম গোলাম রাব্বানী সুমন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম, শামছুল আলম, মঈন উদ্দিন আহমেদ ও ইব্রাহিম খলিল লিটন প্রমুখ। 
 
বিপুল উৎসাহ-উদ্দীপনার আয়োজনে সারা দেশের ডেসটিনির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি যারা আসতে পারেননি; তারা যুক্ত ছিলেন অনলাইন প্লাটফর্মে। সবশেষে কেক কেটে নবযাত্রার ঘোষণা করা হয়। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।