দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর পোস্তগোলা ব্রিজে মাইক্রোবাস ঘোরানোর সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন- মো. স্বপন (৩০), স্বপ্না (১৭), ববি (২৭), মো. মাসুম (১৭), মোসা. নাসিমা (৪০) ও অজ্ঞাত পুরুষ (৪৫)।
আহতদের উদ্ধার করে নিয়ে আসা মাইক্রোবাসের চালক আলমগীর হোসেন বলেন, পোস্তগোলা ব্রিজের ওপর দিয়ে গাড়ি ঘুরিয়ে ঢাকার দিকে আসছিলাম। এ সময় একটি সিএনজি আমার মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ৬ যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পোস্তগোলা ব্রিজে সিএনজি ও মাইক্রোবাস দুর্ঘটনায় ৬ জন ঢাকা মেডিকেলে এসেছেন। কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশকন্ঠ/অআ