কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অগ্নিদগ্ধ এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের আরমান কাজীর মালিকানাধীন ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট প্রায় ৫ মাস আগে ভাই বোন পরিচয়ে মাসিক ৬ হাজার টাকায় ভাড়া নিয়ে বসবাস করছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বি দুই বয়স্ক নারী পুরুষ। বেশির ভাগ সময় তারা বাসাতেই অবস্থান করতেন।
বুধবার দুপুরে আরমান কাজী স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমানকে ফোনে জানান তার বাসার এক ভাড়াটিয়া দুই দিন যাবত কক্ষের দরজা খুলছে না। পরে বিষয়টি উলুখোলা পুলিশ ক্যাম্পে জানানো হলে পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ফ্লোরে একটি অগ্নিদগ্ধ লাশ দেখতে পায়। লাশের পাশেই একটি গ্যাস সিলিন্ডার ছিল এবং সিলিন্ডার থেকে চুলায় সংযোগ লাইন আগুনে পোড়া ছিল। এছাড়া ফ্ল্যাটে উল্লেখ্যযোগ্য কোন আসবাবপত্র বা অন্য কোন বস্তু ছিলো না। ওই ফ্ল্যাটে বোন পরিচয়ে বাস করা নারী ঘটনার পর পুলিশের কাছে নিহতের কোন পরিচয় জানাতে পারেনি। তার নিজের পরিচয়ও কৌশলে এড়িয়ে গেলে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারী এবং বাড়ির মালিককে থানায় নিয়ে যায় পুলিশ।
নাগরী ইউপি’র ৫ নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি এবং ওই নারীর কোন পরিচয় জানাতে পারেনি বাড়ির মালিক। তবে আরমান কাজী জানায় তারা ভাই-বোন পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। কিন্তু ওই নারী বিষয়টি অস্বীকার করে বলেন নিহত ব্যক্তিকে তিনি চিনেন না। তারা এক সঙ্গে নয় আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন। উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক মধুসূদন পান্ডে বলেন, বুধবার বিকেল ৪টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উদ্ধার এবং সুরতাহাল প্রতিবেদনের পর লাশ থানায় নিয়ে যাই। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কে এম সোহেল রানা জানান, বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দেশকণ্ঠ/আসো