কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এক রাতে আড়াই লাখ টাকার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলনা গ্রামের মোঃ এমদাদুল হক মোড়ল মানিক মাষ্টারের গোয়াল থেকে ২১ সেপ্টেম্বর রাতে গরু তিনটি চুরি হয়।
এ বিষয়ে মানিক মাস্টার জানান, আমি শিক্ষকতার পাশাপাশি গরু লালন পালন করে থাকি। আমার গোয়ালে একটি লাল রঙের গাভী, একটি ষাড় বাছুর ও একটি দামুর গরু ছিল। প্রতিদিনের মত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে গোয়ালে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যাই। পরদিন ভোর পাঁচটার দিকে গোয়াল থেকে গরু বের করতে গিয়ে দেখি গোয়ালের দরজার তালা ভাঙ্গা এবং ভিতরে গরুগুলো নেই। আমার ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনা দেখে। চুরি যাওয়া গরুগুলোর মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ছাইফুল ইসলাম জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান আছে।
দেশকণ্ঠ/আসো