দেশকন্ঠ প্রতিবেদন : পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২৬ সেপ্টেম্বর) পৃথক বার্তায় এ সমবেদনা জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ইইউর ঢাকা অফিস। ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ভারত। নিহতদের আত্মা শান্তিতে থাকুক।
অন্যদিকে টুইট বার্তায় ইইউর ঢাকা অফিস লিখেছে, করোতোয়া নদীতে নৌকা দুর্ঘটনায় নিহত বা আহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় দুই দিনে মোট ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। স্বজনদের দাবি অনুযায়ী, নোকাডুবিতে এখনও ৪০ জন নিখোঁজ আছেন।
দেশকন্ঠ/অআ