দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর বনানীতে আমদানিকারক ছাড়াই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ও খাদ্য সামগ্রীসহ অন্যান্য পণ্য নিজেরাই ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে বিক্রি হচ্ছিল কয়েকটি দোকানে। এমন তথ্য পেয়ে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।
আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানে দেখা গেছে, আমদানিকারক ছাড়াই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ও খাদ্য সামগ্রীসহ অন্যান্য পণ্য নিজেরাই ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে বিক্রি করছে। বিএসটিআইয়ের মানদণ্ড ছাড়াই অবৈধভাবে বিভিন্ন রকমের ইয়োগার্ড, হানি, জুসসহ অন্যান্য মোড়কজাত বিদেশি খাদ্য সামগ্রী বিক্রির করছিল প্রতিষ্ঠানগুলো। তিনি বলেন, এ অপরাধে বনানী এলাকার সিউল মার্টকে এক লাখ, কালার মি-কে ৫০ হাজার ও সানডোরা বিউটিকে এক লাখ টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দেশকন্ঠ/অআ