দেশকন্ঠ প্রতিবেদন : রাজবাড়ী পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকার শেখ আলমাছ এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল গুড় তৈরি করার কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার(১২ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর কেমিক্যাল ও রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে শেখ আলমাছ এন্টারপ্রাইজের মালিক শেখ আলমাছকে (৫১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে কারাখানাটি সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন।
পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন, বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে শেখ আলমাছ এন্টারপ্রাইজ নামে নামে একটি গুড়ের কারখানায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানা থেকে ২০০ টিনের কৌটাবোঝাই নিষিদ্ধ কেমিক্যাল, ১০০ মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল গুড় ও কেমিক্যাল পুকুরে ফেলে ধ্বংস করা হয়েছে।
দেশকন্ঠ/অআ