কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ বাজারের এক মুদি দোকানে সিসি ক্যামেরার নিরাপত্তা থাকা সত্ত্বেও টিনের চালা কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর নগদ ১৫ হাজার টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বালীগাঁও গ্রামের মৃত শচীন চন্দ্র দে’র পুত্র সুজন চন্দ্র দে ১৩ অক্টোবর রাত ১১.৪০ মিনিটে মুদি দোকান বন্ধ করে বাড়ি যায়। শুক্রবার সকাল সাড়ে ৭টায় তার ভাই শচীন্দ্র দোকানের সার্টার খোলে ভিতরের সব মালামাল এলোমেলা অবস্থায় এবং উপরের টিনের চালা কাটা দেখতে পায়। পরে দোকানের সিসি ক্যামেরা চালু করে দেখে অজ্ঞাত এক ব্যক্তি দোকানের টিনের চালা কেটে দোকানের তাক বেয়ে নীচে নামে। পরে প্রায় ৪৫ মিনিট যাবত ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, গুড়া দুধ, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, এলাচের কার্টন, বিভিন্ন প্রসাধনী সামগ্রীসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে টিনের কাটা অংশ দিয়েই বের হয়ে যায়। যাওয়ার সময় চোর একটি ধারালো কাঁচি ফেলে রেখে যায়। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, চোর গায়ের শার্ট দিয়ে মাথা ঢেকে চুরি করছিল।
কালীগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, প্রায় ৬ বছর যাবত কালীগঞ্জ বাজারে কোন পাহারাদার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। দোকান বন্ধ হয়ে গেলে সমস্ত বাজার অন্ধকারে ডুবে যায়। প্রায় সময়ই কালীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীর দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চোরকে সনাক্ত করার চেষ্টা করছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশকণ্ঠ/আসো