দেশকন্ঠ প্রতিবেদন : বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তার জন্য ইন্টারনেট প্রটোকল ভার্সন, আইপিভি-৪ এর পরিবর্তে আইপিভি-৬ প্রচলন করা অপরিহার্য। আর, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। শনিবার ঢাকায় এক হোটেলে আইএসপিএবি আয়োজিত আইপিভি-৬ রাউটিং প্রবর্তন বিষয়ে এক কর্মশালায় মোস্তাফা জব্বার এ কথা জানান। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ইন্টারনেট সেবা প্রদানকারীদের মধ্যে সুস্থ ব্যবসায়িক প্রতিযোগিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “লাইসেন্সহীন আইএসপির অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে, এ খাতের বিশৃঙ্খলা বন্ধ করা যাবে না।”এ ব্যাপারে বিটিআরসি কাজ করছে উল্লেখ করে টেলিযোগাযোগমন্ত্রী। বলেন, “এ খাতে বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না। উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের জন্য আইএসপি লাইসেন্স, গ্রাহক চাহিদা অনুযায়ী ইস্যু করা গুরুত্বপূর্ণ।”
তিনি বিদ্যমান আইএসপি লাইসেন্স গুলোকে পারফরমেন্সের ভিত্তিতে লাইসেন্স আপগ্রেড করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন। টেলিযোগাযোগমন্ত্রী উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটকে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মহাসড়ক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ফলে, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। দেশে বর্তমানে তিন হাজার ৮৪০ জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে এবং ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ২০০৮ সালে সাড়ে সাত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো এবং ব্যবহারকারীর সংখ্যা ছিল আট লাখ।”
ইন্টারনেটের বর্ধিত চাহিদা মেটাতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তৎপর উল্লেখ করেন মোস্তাফা জব্বার। বলেন, “আমরা খুব শিগগির তৃতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশকে সংযুক্ত করতে যাচ্ছি। এর ফলে আমরা আরও ১৩,২০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাব।” এর বাইরে, আরও তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে সাবমেরিন ক্যাবল সংযোগের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানান তিনি। সেমিনারে অংশ গ্রহণকারীদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় দক্ষ সৈনিক হিসেবে নিজেদের তৈরি করার আহ্বান জানান টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, “আপনারা যে চ্যালেঞ্জ নিয়ে প্রশিক্ষণ নিতে আসছেন এটিকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। তিনি আইপিভি-৬ আপডেট করার জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।”
দেশকণ্ঠ/রাসু