কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলা পরিষদ নির্বাচন কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদেশের ৫৭টি জেলার ন্যায় গাজীপুরের ৫টি ওয়ার্ডে স্থাপিত ৬টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে সিসি টিভি মনিটরিংয়ের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন ও ২নং ওয়ার্ডে নারী সদস্য (সংরক্ষিত) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। চেয়ারম্যান পদে ৫নং ওয়ার্ডে এস এম মোকসেদ আলম (আনারস) ৬৯ ও মোতাহার হোসেন মোল্লা (মোটরসাইকেল) ৩৭ ভোট, নারী সদস্য (সংরক্ষিত) পদে উম্মে কুলসুম শিল্পী (দোয়াত কলম) ৫৩, তাছলিমা রহমান লাভলী (ফুটবল) ৪৬, আসমা আক্তার মুন্নি (হরিণ) প্রতীকে ৭ ভোট এবং সাধারণ সদস্য পদে মোঃ দেলোয়ার হোসেন (তালা) ৫৮ এবং বেনজীর আহমেদ (হাতী) প্রতীকে ৪৮ ভোট পেয়েছেন। কালীগঞ্জ উপজেলার ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দেলোয়ার হোসেন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে স্ট্রাইকিং ফোর্স এবং র্যাবের একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল। এছাড়াও নির্বাচনে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
দেশকণ্ঠ/রাসু