দেশকন্ঠ প্রতিবেদন : কাস্টমস আইন-১৯৬৯-এর বেশ কিছু বিধি অনুয়ায়ী, চোরাচালান এবং সেকশন-৩২-এর একটি ধারা মোতাবেক অপরাধ প্রমাণিত হওয়ায় ১২ অক্টোবর চট্টগ্রামের কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের স্বাক্ষর করা আদেশে জেড অ্যান্ড জেড ইনটিমেটসকে ৫৬ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় আদেশে বলা হয়, পণ্য চালানটি যথাযথ এইচএস কোডে শ্রেণিবিন্যাস ও যথাযথ মূল্য শুল্কায়নের পর পণ্য চালানের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক কর এবং আরোপিত অর্থদণ্ড আদায় করে আমদানিকারককে খালাসের আদেশ দেয়া হয়েছে। এ ছাড়া আদেশে, শুল্ক-কর, আরোপিত অর্থদণ্ড ও জরিমানা ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধের আদেশ দেয়া হয়েছে। জানা গেছে, রফতানিমুখী প্রতিষ্ঠান হিসেবে আবেদন করলেও জেড অ্যান্ড জেড ইনটিমেটস শুল্কমুক্ত সুবিধা পাবে না। ফলে জরিমানা ছাড়াও তাদের শুল্ক বাবদ প্রায় ২৪ কোটি টাকা দিতে হবে। এর আগে গত ৬ জুলাই রাজধানীর বারিধারা এলাকা থেকে ২৭ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস গাড়িটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
কাস্টমসের তথ্য অনুয়ায়ী, গত ১৭ মে গাড়িটি যুক্তরাজ্যের ভারটেক্স অটো লিমিটেড থেকে আমদানি করে বাংলাদেশের অনন্ত গ্রুপ ও হংকং নাগরিকের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জেড এন্ড জেড ইনটিমেটস লিমিটেড।
দেশকন্ঠ/রাসু